ব্রিটেনে উপনির্বাচনে লেবার পার্টির জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের লেবার পার্টি পার্লামেন্টের গ্লাসগো আসনের উপনির্বাচনে জয়লাভ করেছে। পরবর্তী সাধারণ নির্বাচনের আগে এটাই সম্ভবত গর্ডন ব্রাউনের সর্বশেষ নির্বাচনী পরীক্ষা।
সরকারি ফলাফলে দেখা যায়, স্কটল্যান্ডের সবচেয়ে বড় শহর গ্লাসগোর উত্তর-পূর্ব আসনে লেবার পার্টির প্রার্থী উইলি বেইন খুব সহজেই স্কটিশ ন্যাশনাল পার্টির প্রার্থীকে হারিয়ে দিয়েছেন।
৭৪ বছর ধরেই আসনটি লেবার পার্টির দখলে রয়েছে। উপনির্বাচনে লেবার পার্টির প্রার্থী পেয়েছেন ১২ হাজার ২৩১ ভোট, যা প্রদত্ত ভোটের শতকরা ৫৯.৩৯ ভাগ। দ্য স্কটিশ ন্যাশনাল পার্টির প্রার্থী পেয়েছেন চার হাজার ১২০ ভোট। কট্টর ডানপন্থী দল ব্রিটিশ ন্যাশনাল পার্টির প্রার্থী পেয়েছেন এক হাজার ১৩ ভোট।

No comments

Powered by Blogger.