এবারও ভুটানকে দিয়েই শুরু বাংলাদেশের

যে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করে গত বছর কলম্বো সাফ ফুটবলের ব্যর্থ অভিযান শুরু হয়েছিল বাংলাদেশের, উদ্বোধনী দিনে সেই ভুটানকেই এবারও প্রথম ম্যাচে পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। আগামী ৪ ডিসেম্বর শুরু ষষ্ঠ সাফ ফুটবলের উদ্বোধনী ম্যাচে অবশ্য মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা।
ভুটানের সঙ্গে ড্র দিয়ে শুরু, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের সঙ্গেও ড্র করেছিল বাংলাদেশ। তারপর তো শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ০-১ গোলে হেরে সেমিফাইনালের আগেই পঞ্চম সাফ ফুটবল শেষ বাংলাদেশের। এবার দেশের মাটিতে বাংলাদেশের ওই ব্যর্থতা মুছে দেওয়ার মিশন। মিশন ২০০৩ তৃতীয় সাফের মতো সর্বোচ্চ সাফল্যের পুনরাবৃত্তি ঘটানো—শিরোপা জয়। সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামেই সব কটি ম্যাচ হবে এবারও। গ্রুপ পর্বে ম্যাচ ১২টি, এর সঙ্গে দুটি সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ম্যাচ ১৫টি। ফাইনাল ১৩ ডিসেম্বর।

No comments

Powered by Blogger.