‘দালাই লামা আমাদের সম্মানিত অতিথি’ -চীনকে মনমোহন বললেন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামা আমাদের সম্মানিত অতিথি। তিনি একজন ধর্মীয় নেতা। আমি চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকেও এটা বলেছি।’ থাইল্যান্ডের হুয়া থিনে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে শনিবার চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে মনমোহন সিং এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনমোহন সিং আরও বলেন, চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর খোলাখুলি ও গঠনমূলক বৈঠক হয়েছে। তাঁরা দুই দেশের সীমান্ত নিয়ে মতবিরোধ ক্রমান্বয়ে কাটিয়ে ওঠার বিষয়ে একমত হয়েছেন।
সম্প্রতি সীমান্ত বিষয়ে এশিয়ার বৃহত্তম প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এরই মধ্যে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার ভারতীয় সীমান্ত প্রদেশ অরুণাচল সফরের পরিকল্পনায় বিরোধ আরও উসকে দেয়। কারণ চীন বরাবরই দালাই লামাকে বিপজ্জনক ও বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে আসছে।

No comments

Powered by Blogger.