বুড়িমারী স্থলবন্দরের সুযোগ-সুবিধায় ভুটানি অর্থমন্ত্রীর সন্তোষ প্রকাশ

ভুটানের অর্থমন্ত্রী লিয়ানপো খান্ড ওয়াংচুকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনকালে এটির সুযোগ-সুবিধা ও সম্ভাবনায় সন্তোষ প্রকাশ করেছেন।
খান্ড ওয়াংচুক বলেন, যেহেতু ভুটান থেকে আপেল ও কমলা ইত্যাদি খাদ্যদ্রব্য রপ্তানি হয়, সেহেতু এসব পণ্য আমদানির জন্য তিনি বাংলাদেশের সহযোগিতা চান।
খান্ড ওয়াংচুক বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস গোডাউন ও ইমিগ্রেশন অফিস ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি বুড়িমারী স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে ভারত হয়ে নিজ দেশ ভুটানে চলে যান।
এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক আলাউদ্দিন ফকির, পুলিশ সুপার ইসরাইল হাওলাদার ও পাটগ্রাম উপজেলার নির্বাহী অফিসার হারুন-অর-রশীদ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আলাউদ্দিন ফকির বলেন, সীমান্ত এলাকায় এমন ধরনের শিল্প-কারখানা স্থাপন করা দরকার যেন এসব কারখানায় উত্পাদিত পণ্য ভুটানে রপ্তানি করা যায়।
বাংলাদেশ স্থলবন্দরের কর্তৃপক্ষ নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক আবু তাহের বলেন, বুড়িমারী স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে রাস্তার সংস্কার ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ব্যাপারে সব ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.