হনুমানদের ট্রেন অবরোধ!

বিভিন্ন দাবিতে মানুষ কর্তৃক ট্রেন অবরোধের ঘটনা ঘটছে হরহামেশা। কিন্তু জীবজন্তুর ট্রেন অবরোধ! সত্যি, অবাক করা কাণ্ড! হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে গত রোববার দুপুরে।
এদিন হুগলির কুন্তিঘাট রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে সকাল নয়টার দিকে ট্রেনের ধাক্কায় এক হনুমানের লেজ কাটা যায়। ফলে হনুমানটি আহত অবস্থায় পড়ে থাকে রেললাইনের পাশে।
পরে রেলপুলিশ হনুমানের আহত হওয়ার খবর পাঠায় বন দপ্তরকে। সেখান থেকে চিকিত্সক এনে এর চিকিত্সা করানো হয়।
দুপুরের দিকে পাল্টে যায় স্টেশনের চেহারা। দলে দলে এখানে এসে উপস্থিত হয় হনুমানেরা। তারা অসুস্থ হনুমানটি ঘিরে ফেলে। একপর্যায়ে তারা বসে পড়ে রেললাইনজুড়ে। শুরু করে কিচিরমিচির। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রেলের চলাচল। আটকে যায় কাটোয়া লোকাল।
পুলিশ এসে রেললাইন থেকে হনুমানগুলোকে তাড়ানোর পর স্বাভাবিক হয় ট্রেনের চলাচল।

No comments

Powered by Blogger.