গুরুতর অসুস্থ হুমা আকরাম

লাহোর থেকে বিমানটা উড়াল দিয়েছিল সিঙ্গাপুরের উদ্দেশে। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে জ্বালানির জন্য চেন্নাইয়ে থেমে ওখানেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওয়াসিম আকরামের অসুস্থ স্ত্রীকে।
লাহোর অ্যাপোলো হাসপাতালে ব্রেন টিউমারের চিকিত্সা চলছিল হুমার। মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুরে নেওয়ার পথেই ঘটে ওই ঘটনা। চেন্নাই থেকে সিঙ্গাপুর আরও চার ঘণ্টার পথ। চেন্নাইয়ে থামার পর এয়ার অ্যাম্বুলেন্সের ডাক্তাররা হুমা খানকে তাত্ক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করাতে বলেন। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানোর পর সেখানে প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হচ্ছে তাঁকে। তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, আকরামের স্ত্রীর অবস্থা ধীরে ধীরে আরও আশঙ্কাজনক হয়ে পড়ছে। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাঁকে।
হুমার সঙ্গে বর্তমানে চেন্নাইয়ে আছেন স্বামী পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও তাঁর ভাই। চেন্নাইয়ে সাবেক ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্তের ছেলের বিয়েতে আসা আরেক ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রীও খবর পেয়ে ছুটে গেছেন হাসপাতালে।

No comments

Powered by Blogger.