পুসকাসের নামে পুরস্কার

ফুটবলে নতুন এক পুরস্কারের প্রবর্তন করেছে ফিফা। হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে ‘পুসকাস অ্যাওয়ার্ড’। পুরস্কারটি দেওয়া হবে বছরের সুন্দরতম গোলের জন্য।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কাছেই ফেলসুট গ্রাম। পুসকাস ফুটবল একাডেমিটাও এই গ্রামেই। পরশু এই গ্রামেই ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ঘোষণা করলেন পুসকাস অ্যাওয়ার্ডের। তখন পাশে ছিলেন পুসকাসের বিধবা স্ত্রী আর্জসেবেট পুসকাস। তিন বছর আগে ৭৯ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে চলে গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার।
পঞ্চাশের দশকে ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’ নামে বিখ্যাত হাঙ্গেরি দলের প্রাণপুরুষ ছিলেন পুসকাস। সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার হাঙ্গেরির জার্সি গায়ে ৮৪ ম্যাচে গোল করেছেন ৮৩টি। মাঠে তাঁর ব্যতিক্রমী চলাফেরার কারণে ইংলিশরা তাঁর নাম দিয়েছিল ‘দ্য গ্যালোপিং মেজর’ আর বাঁ পায়ে গোলার মতো শটের কারণে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা ডাকত ‘বুমিং ক্যানন’ বলে। আর খর্বকায় ছিলেন বলে হাঙ্গেরিয়ানরা আদর করে ডাকত ‘লিটল ব্রাদার’।

No comments

Powered by Blogger.