বঙ্গবন্ধুর ও জিয়ার হত্যাকাণ্ড একই ধরণের ছিল

বঙ্গবন্ধু হত্যা মামলায় পাঁচ আসামির আপিলের ওপর আজ বৃহস্পতিবার চতুর্দশ দিনের শুনানি শেষ হয়েছে। আজকের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী খান সাইফুর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ও জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একই ধরণের বলে মন্তব্য করেন।
আজকের শুনানিতে খান সাইফুর রহমান তৃতীয় বিচারপতির দেওয়া হাইকোর্টের রায়, দেরিতে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের ও সেনা বিদ্রোহ এই তিনটি বিষয়ের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করেন। আগামীকাল এই হত্যাকাণ্ডটি ষড়যন্ত্র কি না এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হবে।
আপিল বিভাগের বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে সকাল নয়টা ৪৫ মিনিটে এ শুনানি শুরু হয়। শেষ হয় দুপুর একটা ২০ মিনিটে। এ বিশেষ বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন মো. আবদুল আজিজ, বিজন কুমার দাশ, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা।

No comments

Powered by Blogger.