নভেম্বরেই ফিরতে পারেন গেইলরা

আন্তর্জাতিক ক্রিকেটার সমিতির (ফিকা) প্রধান নির্বাহী টিম মে মনে করেন, চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় সারির দল পাঠালে মর্যাদাহানিই হবে টুর্নামেন্টের। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে না হলেও নভেম্বরের অস্ট্রেলিয়া সফরেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ক্রিকেটাররা ফিরতে পারেন বলে জানিয়েছেন নির্বাচক কমিটির প্রধান ক্লাইভ বাটস। অবশ্য এ জন্য আগে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে গেইল, সারওয়ানদের, ‘বোর্ড এ বিষয়টি দ্রুত সমাধান করতে চায়। ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ক্রিকেটে খেলতে বলা হয়েছে ক্রিকেটারদের। তারা যদি এটা করে তাহলে অস্ট্রেলিয়া সফরে শক্তিশালী দল পাব বলেই আমার বিশ্বাস।’
গেইলদের বিদ্রোহের পর কোনো রকমে একটা দল নামিয়ে তা তুলে দেওয়া হয় কোচ জন ডাইসনের হাতে। বাংলাদেশের কাছে পল রেইফারের সেই দল বাংলাদেশের কাছে টেস্ট ও ওয়ানডেতে হয় হোয়াইটওয়াশ। বাংলাদেশ সিরিজ শেষে ডাইসনের বরখাস্ত হওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছিল লজ্জাজনক ওই পরাজয়কেই। তবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড কর্মকর্তারা এখন বলছেন, পারফরম্যান্স নয়, ডাইসনকে বরখাস্ত করা হয়েছে চুক্তিতে সই না করায়। বার্বাডোজ ক্রিকেট বোর্ডের পরিচালক কন্ডে রিলে বলেছেন, ডাইসনকে বরখাস্ত করার বিকল্প ছিল না, ‘একজন চাকরিজীবী যখন ১৮ মাস পরও চুক্তিতে সই করেন না, তখন বুঝতে হবে তিনি খুব একটা সিরিয়াস নন। সিদ্ধান্তটা তাই অবধারিতই ছিল।’

No comments

Powered by Blogger.