বুদ্ধদেবের হেলিকপ্টারে চড়ার ওপর নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হেলিকপ্টারে করে রাজ্য সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের প্রধান এ কে মালিওয়াল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে চড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
রাজ্য সরকারের একটি এক ইঞ্জিনের চেতক হেলিকপ্টার ছিল। সম্প্রতি সেটি বিক্রি করে দেওয়া হয়েছে। এর পর থেকে ভাড়া করা হেলিকপ্টারেই মুখ্যমন্ত্রী রাজ্য সফর করতেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মুখ্যমন্ত্রী সড়কপথে গাড়িতে কিংবা ট্রেনে ভ্রমণ করবেন। ট্রেনে তাঁর জন্য এখন থেকে পুরো একটি কামরা রিজার্ভ করা হবে। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে কনভয়ের সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে।

No comments

Powered by Blogger.