পূর্ব তিমুরের স্বাধীনতায় বহু আগে থেকেই সমর্থন জুগিয়েছিল অস্ট্রেলিয়া

স্বাধীনতা লাভের আগে থেকেই পূর্ব তিমুরের প্রতি গোপনে সমর্থন দিয়েছিল অস্ট্রেলিয়া। পূর্ব তিমুরে ১৯৯৯ সালে গণভোটের কয়েক মাস আগেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়নি। বরং অস্ট্রেলিয়া কৌশলগত কারণে তখন প্রচার করে আসছিল পূর্ব তিমুরের উচিত হবে ইন্দোনেশিয়ার অংশ হিসেবেই থাকা। সম্প্রতি এক সাক্ষাত্কারে দেশটির সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড এ কথা বলেন।
সাক্ষাত্কারে হাওয়ার্ড আরো বলেন, তখন তিনি বিশ্বাস করতেন পূর্ব তিমুরের স্বাধীনতা অবসম্ভাবী। কিন্তু এ ধরনের ঘটনায় দ্বিপক্ষীয় শান্তি বজায় রাখতে যে কাউকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া থেকে বিরত থাকতেই হয়।

No comments

Powered by Blogger.