ইরানে বিতর্কিত ব্যক্তিকে প্রতিরক্ষামন্ত্রী করায় যুক্তরাষ্ট্র নাখোশ

সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এমন একজনকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী করায় যুক্তরাষ্ট্র নাখোশ হয়েছে। ইরানের আইনসভার সদস্যরা গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট আহমাদিনেজাদের প্রস্তাবিত মন্ত্রিসভার ১৮ জনের প্রতি তাঁদের সমর্থন জানান। তাঁদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য মনোনীত হয়েছেন আহমেদ ভাহিদি। তিনি পার্লামেন্টের ২৮৬ সদস্যের মধ্যে ২২৭ জনের সমর্থন পেয়েছেন।
১৯৯৪ সালে বুয়েনস এইরেসে ইহুদি সম্প্রদায়ের ওপর বোমা হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে আর্জেন্টিনা সরকারের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই হামলায় ৮৫ জন নিহত হয়।

No comments

Powered by Blogger.