তাইওয়ানের প্রধানমন্ত্রী লিউ পদত্যাগ করেছেন

তাইওয়ানের প্রধানমন্ত্রী লিউ চাও-শিউয়ান গতকাল সোমবার পদত্যাগ করেছেন। গত মাসে দেশে আঘাত হানা প্রলয়ঙ্করী টাইফুনের বিপর্যয় সামলাতে সরকার ব্যর্থ হয়েছে—এমন সমালোচনার মুখে তিনি এ সিদ্ধান্ত নেন। গতকালই দেশটির প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন দল কুমিনতাং পার্টির সাধারণ সম্পাদক উ ডেন-ইয়াহর নাম ঘোষণা করেছেন। এএফপি।
তাইপেতে এক সংবাদ সম্মেলনে লিউ চাও-শিউয়ান বলেন, টাইফুনে সাত শরও বেশি মানুষ নিহত হয়। ওই ঘটনায় দুর্গত লোকজনকে রক্ষা করতে না পারার ব্যর্থতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এ ব্যাপারে এখন কাউকে না কাউকে রাজনৈতিক দায় তো নিতেই হবে।
গত মাসের শুরুর দিকে মোরাকট নামের ওই টাইফুন আঘাত হানে। ৫০ বছরের মধ্যে ওই টাইফুন ছিল সবচেয়ে ভয়াবহ। টাইফুনে দুর্গত মানুষকে রক্ষার ব্যর্থতা নিয়ে সরকারের সমালোচনা হচ্ছিল। এরই মধ্যে প্রধানমন্ত্রী লিউ পদত্যাগ করলেন।

No comments

Powered by Blogger.