গুরুতর অসুস্থ ইরানের নোবেলজয়ী কারাবন্দি নার্গিস মোহাম্মাদি, নেয়া হচ্ছে হাসপাতালে

শান্তিতে নোবেলজয়ী কারাবন্দি ইরানের নার্গিস মোহম্মাদির শারীরিক অসুস্থতার ফলে হাসপাতালে ভর্তির অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। ইরানের এই অ্যাক্টিভিস্টের পক্ষে প্রচারণা চালানো একটি গ্রুপের তরফে এ তথ্য জানানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, ফ্রি নার্গিস কোয়ালিশন নামের গ্রুপটি এক বিবৃতিতে বলেছে- নার্গিসের শরীরে একাধিক অসুস্থতা রয়েছে। এজন্য অবশ্যই তাকে হাসপাতালে যেতে অস্থায়ী মুক্তি (মেডিকেল ফার্লো) দিতে হবে। শুধু হাসপাতালে স্থানান্তর করলেই গত কয়েক মাসের অবহেলা এবং বঞ্চনার কারণে নার্গিসের গুরুতর যে স্বাস্থ্যহানি হয়েছে তার সমাধান হবে না বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

মোহাম্মদিকে ইরানের এভিন কারাগারে বন্দি রাখা হয়েছে, যেখানে রাজনৈতিক বন্দি এবং পশ্চিমা ঘনিষ্ঠ ব্যক্তিদের রাখা হয়। তিনি ইতিমধ্যে ৩০ মাসের সাজা ভোগ করছেন, যার সাথে জানুয়ারিতে আরও ১৫ মাস যুক্ত করা হয়েছিল। গত ৬ আগস্ট এভিন কারাগারের মহিলা ওয়ার্ডে অন্য রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে নার্গিস মোহাম্মাদিকে আরও ছয় মাসের জেল দিয়েছে ইরানের কর্তৃপক্ষ।

মোহাম্মাদি হৃদরোগে ভুগছেন, এবং সেপ্টেম্বরে জারি করা তার মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তার হার্টের মূল ধমনীতে আবার একটি গুরুতর জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মোহাম্মাদির নিঃশর্ত মুক্তি দাবি করেছে ফ্রি নার্গিস কোয়ালিশন।

mzamin

No comments

Powered by Blogger.