ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের
মেডিক্যালের অভ্যন্তরে নারী চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে সংগঠনটি। চিকিৎসকদের চলমান এই বিক্ষোভের সাথে সংহতি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার তারা চিকিৎসকদের সাথে রাস্তায় আন্দোলনে শরীক হওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া এই বিক্ষোভে বলিউড তারকা, অভিনেত্রী সহ দেশের বিভিন্ন শ্রম-পেশাজীবী মানুষও একাত্মতা প্রকাশ করেছে। তারা ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
নিরাপত্তাহীনতার কারণেই নারীদের প্রতি এমন সহিংস আচরণ করার সুযোগ পাচ্ছে অপরাধীরা বলে দাবি করেছে চিকিৎসক সমাজ। তারা রাজ্য সরকারের ব্যর্থতাকেও দায়ী করছে। ২০১২ সালে দিল্লিতে এক ছাত্রীকে গণধর্ষণের পরে ফৌজদারি বিচার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনে কঠোর সাজার ব্যবস্থা করে সরকার। কিন্তু চিকিৎসকরা বলছেন কঠোর আইন থাকা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
এ সপ্তাহের শুরুতে এক নারী চিকিৎসককে মৃত অবস্থায় উদ্ধার করা হয় পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেলে। গত সপ্তাহের বৃহস্পতিবার রাতে হাসপাতালে নিহত চিকিৎসক দিবাগত রাত দুইটায় নৈশভোজ সেরে জরুরি বিভাগের চারতলায় একটি সম্মেলনকক্ষে বিশ্রাম নিতে যান। পরে গত শুক্রবার সকালে সেখানে তার মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা গেছে ওই চিকিৎসকের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করার প্রশাণও পাওয়া গেছে। শরীরে পাওয়া গেছে রক্তক্ষরণের চিহ্ন। মূলত এই হত্যাকাণ্ডের প্রতিবাদেই উত্তাল হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত।
No comments