পরবর্তী বৈঠকের স্বাগতিক তেহরান: যোগ দেবে তুরস্ক ও রাশিয়া

তুরস্কের রাজধানী আংকারায় বৈঠক করেন ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট
সিরিয়া ইস্যুতে পরবর্তী ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের স্বাগতিক হবে তেহরান। গতকাল তুরস্কের রাজধানী আংকারায় ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।
তেহরানে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠকের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ ঠিক হয় নি তবে ত্রিপক্ষীয় সংবাদ সম্মেলনে এ বৈঠক দ্রুত অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
গতকালের বৈঠকে তিন দেশের প্রেসিডেন্ট সিরিয়ার ঘটনাবলী নিয়ে আলোচনা করেন এবং আস্তানায় সই হওয়া চুক্তি ও সোচি বৈঠকের সমঝোতা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আংকারায় ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠক শেষে যে চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হয় তাতে বলা হয়েছে, সিরিয়া সমস্যার কোনো সামরিক সমাধান নেই। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু উপস্থিত ছিলেন।
গত বছরের নভেম্বর মাসে রাশিয়ার সোচি শহরে সিরিয়া ইস্যুতে তিন প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

No comments

Powered by Blogger.