জেলে যেতেই হচ্ছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট সিলভাকে

জেলে যেতেই হচ্ছে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা’কে। তার বিরুদ্ধে আনীত দুর্নীতির রায়ের বিরুদ্ধে তিনি যখন আপিল করবেন তখনই তাকে জেলে নেয়া হবে। বৃহস্পতিবার এমন রায় দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ঘুষ গ্রহণের অভিযোগে লুলা ডি সিলভাকে ১২ বছরের জেল দেয়া হয়েছে এর আগেই। তবে আপিলকালীন সময় পর্যন্ত তাকে মুক্ত থাকতে দেয়া হয়। ওদিকে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন লুলা ডি সিলভা। তিনি বলেছেন, অক্টোবরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচন থেকে তাকে দূরে রাখতে এমন অভিযোগ আনা হয়েছে। ওদিকে ব্রাজিলে জনমত জরিপে এখনও কিন্তু এগিয়ে আছেন এই সাবেক প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের ওই রায়কে গণতন্ত্র ও ব্রাজিলের জন্য ট্রাজেডির দিন বলে ঘোষণা দিয়েছে সিলভার দল ওয়ার্কার্স পার্টি। লুলা ডি সিলভার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ম্যারাথন শুনানি হয়। এরপরই বৃহস্পতিবার দিনের শুরুতে সুপ্রিম কোর্ট রায়ে বলেছে, সিলভাকে জেলে যেতেই হবে। তবে তাকে গ্রেপ্তারের কাগজপত্র তৈরি না হওয়া পর্যন্ত সিলবা মুক্ত থাকতে পারবেন। তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। তাকে জেল দেয়ার দাবিতে মঙ্গলবার সাও পাওলোতে বিক্ষোভ করেছে প্রায় ২০ হাজার মানুষ। অন্যদিকে এর বিরোধিতা করে বিক্ষোভ প্রতিবাদ করেছে বিপুল সংখ্যক সমর্থক।

No comments

Powered by Blogger.