আপত্তিকর ছবি ইন্টারনেটে দেয়ার হুমকি: অপমানে শিক্ষার্থীর আত্মহত্যা

মানিকগঞ্জে  সদ্য শেষ হওয়া এসএসসি এক পরীক্ষার্থীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে নেশা করার জন্য টাকা আদায় করতো এক বখাটে। সোমবার ওই বখাটের চাহিদা মতো টাকা দিতে না পেরে অপমানে ক্ষোভে দুঃখে আত্মহত্যা করে লাবণ্য আক্তার নামে ওই শিক্ষার্থী। মঙ্গলবার ওই শিক্ষার্থীর মা সদর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বখাটে রুমান মিয়ার নামে মামলা করেছেন। মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলার বড়াই গ্রামের ব্যবসায়ী সিদ্দিক খানের মেয়ে লাবণ্য আক্তার মানিকগঞ্জ খান বাহাদুর  আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সদর উপজেলার পূর্ব দাশড়ার ভাওয়াইপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রুমান মিয়া (২০)  লাবণ্যকে স্কুলে যাওয়া-আসার পথে কু-প্রস্তাব দিতো। রাস্তাঘাটে হাত ধরে টানা হেঁচড়া করতো। মোবাইল ফোনে লাবণ্যকে মানসিক ভাবে নির্যাতন করতো। লাবণ্যের পিতা সিদ্দিক খান জানান, বখাটে রুমান তার মেয়ের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে নেশা করার জন্য টাকা নিতো। সোমবার সকালে রুমান তার মেয়ের মোবাইল ফোনে ৫২ বার কল দিয়ে টাকা চায়। টাকা সংগ্রহ করতে না পেরে মেয়ে ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। তিনি মেয়ের এই আত্মহত্যার জন্য রুমানকে দায়ী করেন। সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, শিক্ষার্থীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মঙ্গলবার সদর থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

No comments

Powered by Blogger.