দুই কূটনীতিকের ৩২ লাখ টাকা অর্থদণ্ড: গাড়ি কেনার অর্থ বেহাত

পাকিস্তানের করাচি মিশনের গাড়ি ক্রয়ে ৩৪ হাজার ইউরো (প্রায় সাড়ে ৩২ লাখ টাকা) বেহাতের ঘটনায় জ্যেষ্ঠ দুই কূটনীতিক মোহাম্মদ আলী সরকার ও নূরে হেলাল সাইফুর রহমানকে জরিমানা করেছে সরকার। এ ঘটনায় তাদের দু’জনকেই সমান ভাবে দায়ী করে এ জরিমানা করা হয়। এখনও কর্মরত ওই দুই কূটনীতিকের অর্থদণ্ড বেতন-ভাতা থেকে কেটে সমন্বয় করা হবে বলে জানা গেছে। সরকারী সূত্রে প্রাপ্ত তথ্য মতে, অভিনব অর্থ লোপাটের এ ঘটনার সঙ্গে যুক্ত করাচি মিশনের উপ-হাইকমিশনার নূরে হেলাল সাইফুর রহমান এবং সে সময় জার্মানিতে থাকা রাষ্ট্রদূত (বর্তমানে মিশরে নিযুক্ত) মোহাম্মদ আলী সরকারকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেল অব মিশনস (সচিব) মো. মাহবুব-উজ-জামান তাদের জিজ্ঞাসাবাদ করেন। তার দেয়া রিপোর্টের ভিত্তিতে এ শাস্তি হয়। সূত্র মতে, গতবছরের শুরুতে অর্থ লোপাটের ঘটনাটি ধরা পড়ে। করাচীস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনের তহবিল থেকে ওই অর্থ লুট হয়। করাচি মিশনের জন্য জার্মানি থেকে একটি মার্সিডিজ বেঞ্জ (ফ্লাগ কার) কেনার চুক্তি হয়েছিল। সেই চুক্তি মতে, ম্যানচেস্টারের একটি ব্যাংকে অর্থ পাঠানো হয় এবং সেখান থেকেই লোপাটকারীচক্র চটজলদি তা তুলে নেয়। ম্যানচেস্টারস্থ বাংলাদেশের তৎকালীণ সহকারী হাইকমিশন ঢাকার নির্দেশনা পেয়ে তাৎক্ষণিক এ নিয়ে মামলা করলেও আগেই অ্যাকাউন্ট থেকে অর্থ তুলেনেয়ার কারণে তা জব্দ বা উদ্ধার সম্ভব হয়নি। এ ঘটনার বিস্তারিত জানিয়ে তাৎক্ষণিক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক অর্থ মন্ত্রণালয়ে চিঠি লিখেন। সেই সময়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটিও গঠন করা হয়। পররাষ্ট্র সচিব সরকারকে জানান, অর্থ উদ্ধারে  প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কিন্তু তা কাজে আসেনি।

No comments

Powered by Blogger.