‘কাশ্মিরি জনগণের স্বার্থের আন্দোলনকে ইরান সমর্থন করে’

রোববার ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় কাশ্মিরের পরিস্থিতি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান পরিস্থিতিতে সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একইসঙ্গে কাশ্মিরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তেহরান।
আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “কাশ্মিরি জনগণের স্বার্থের যেকোনো আন্দোলনকে ইরান সমর্থন করবে।” তিনি আরো বলেন, অনুরোধ জানানো হলে কাশ্মিরের উত্তেজনা কমানোর জন্য তেহরান কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
গতকাল ভারতীয় সেনাদের সঙ্গে কাশ্মিরের স্বাধীনতাকামীদের ভয়াবহ বন্দুকযুদ্ধে অন্তত ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৩ জন স্বাধীনতাকামী, তিনজন পুলিশ ও চারজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। স্থানীয় সাধারণ মানুষ ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানের বিরুদ্ধে কাশ্মিরে বিক্ষোভ করলে তাদের ওপর গুলি চালায় ভারতীয় সেনারা। তখন মারা গেছে এসব বেসামরিক নাগরিক।
গতকালের এই হত্যাকাণ্ডের পর কাশ্মিরে আজ সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। এতে রাজ্যটি কার্যত অচল হয়ে পড়ে। কাশ্মিরের কয়েকটি জায়গায় ভারত কারফিউ জারি করে রেখেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

No comments

Powered by Blogger.