৩০ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনছে কাতার

কাতার সম্প্রতি বেশ কিছু সামরিক সরঞ্জাম কেনার চুক্তি করেছে। এসব পণ্যের মোট মূল্য প্রায় ৩০ বিলিয়ন ডলার। সম্প্রতি কাতার ইতালি থেকে ২৮টি সামরিক হেলিকপ্টার কিনছে। এতে ৩.৭ বিলিয়ন ডলার ব্যয় হবে।
কাতার এনএইচ৯০ মডেলের হেলিকপ্টারগুলো কেনার বিষয়টি হার্ডওয়্যার কনফারেন্সে ঘোষণা করে কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমিরাতের এমিরি এয়ার ফোর্স হেলিকপ্টার উইংয়ের কমান্ডার মাসআউত ফায়সাল আল হাজরি বলেন, ‘কাতারের বিমান বাহিনীর সক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে এ হেলিকপ্টারগুলো খুবই কার্যকর ভূমিকা রাখবে।’ হেলিকপ্টারগুলোর প্রধান সরবরাহকারী ইতালির ডিফেন্স কন্ট্রাকটর লিওনার্দো। তবে তাদের মূল কনসোর্টিয়ামে রয়েছে এয়ারবাস ও ডাচ বিমান নির্মাতা ফকার। এ বছর কেনার চুক্তি হলেও হেলিকপ্টারগুলো সরবরাহ শুরু হবে ২০২২ সালে।

No comments

Powered by Blogger.