কারিগরি ত্রুটির কারণে উদ্বোধনের আগেই ব্রিজ ধস

২০১৯ সালের শুরুতে উদ্বোধন করার কথা রয়েছে ব্রিজটির। কিন্তু ৯শ’৫০টন ওজনের এবং ১শ’৭৪ ফুট লম্বা নির্মাণাধীন ব্রিজটি ধসে পড়েছে। নির্মাণ শ্রমিকরা বলছেন- কারিগরি ত্রুটির জন্যই এ দুর্ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের কাছে নির্মাণাধীন ব্রিজ ধসে হতাহতদের উদ্ধারে সাহসী পদক্ষেপের জন্য টুইটারে উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্যই ব্রিজটি নির্মাণ করা হচ্ছিল। শনিবার ব্রিজটির একটি অংশ বসানো হয়েছিল।  কিন্তু ব্রিজ ধসে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছে বলে জানিয়েছে মিয়ামি কর্তৃপক্ষ। ধসে পড়া ব্রিজের নিচে কয়েকজন চাপা পড়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ব্রিজটির একটি অংশ ৮ লেনের সড়ক দিয়ে চলাচল করা গাড়ির ওপর ধসে পড়ে। এতে এতে কমপক্ষে ৮টি গাড়ি চাপা পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

No comments

Powered by Blogger.