সুদানে অপুষ্টিতে ভুগছে ২৫ লাখ শিশু

জাতিসঙ্ঘ জানিয়েছে- সুদানে প্রায় ৫০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। অপুষ্টিতে তাদের প্রায় ২৫ লাখ শিশু প্রতিবছরই অসুস্থ হয়ে পড়ে। গত বছরের চেয়ে এই সংখ্যা সাত লাখ বেড়েছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে।
বন্যা ও খরায় অনেক ফসল নষ্ট হয়েছে। প্রতি বছর প্রায় ২৫ লাখ শিশু অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হচ্ছে। মানবিক সহায়তা প্রয়োজন ৭ লাখ মানুষের। সুদানে প্রাকৃতিক দুর্যোগের কারণেও খাবার নষ্ট হচ্ছে। অপুষ্টিতে ভুগছে শিশুরা। দারফুর জুতে ২০১৭ সালের ফেব্রুয়ারির শেষ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত সময়ে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

No comments

Powered by Blogger.