এবার ইমরান খানকে জুতা নিক্ষেপ

মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাত শহরে একটি মিছিলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানকে লক্ষ্য করে জুতা ছোঁড়া হয়েছে। সামান্য একটুর জন্যে জুতাটা পড়েনি ইমরানের গায়ে। জুতাটা এসে পড়ে পিটিআই নেতা আলিম খানের ওপর, কারণ তিনিই ইমরানের পাশে দাঁড়িয়ে ছিলেন।
ওই মুহূর্তেই অন্য দিকে যাওয়ার জন্যে মুখ ঘুরিয়ে নেন ইমরান। সেইজন্যে তিনি বেঁচে যান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাতে সেসময় একটি মিছিলে ভাষণ দিচ্ছিলেন ইমরান। তিনি দাঁড়িয়ে ছিলেন একটি গাড়ির ওপরে। তার আশপাশে দাঁড়িয়ে ছিলেন দলের অন্য নেতা-কর্মীরা। তবে এই ঘটনার পর আর সভা করেননি ইমরান। তবে এই প্রথম তেহরিক-ই-ইনসাফ দলের নেতার ওপর এমন হামলা হলো না। এর আগে গত সপ্তাহে এক ব্যক্তিকে বেধড়ক মেরে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার অপরাধ, সেও ইমরানকে লক্ষ্য করে জুতা ছুঁড়ে মারার চেষ্টা করেছিল। সেসময় ইমরান ফয়সালাবাদে একটি মিছিল শেষে গাড়িতে উঠছিলেন। এদিকে গত রোববার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করেও জুতা ছোঁড়ে এক ব্যক্তি। তিনি লাহোরের জামিয়া নঈমা মসজিদ অঞ্চলে এক জনসভায় যোগদান করতে গিয়েছিলেন।

No comments

Powered by Blogger.