ট্রাম্পের সাথে বৈঠক করবেন সৌদি যুবরাজ

সৌদি আরবের যুবরাজ মোহম্মদ বিন সালমান মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। খবর এএফপি’র। অভিন্ন প্রতিদ্বন্দ্বী ইরান হবে তাদের বৈঠকের প্রধান আলোচ্য বিষয়।
তবে এর ফাঁকে ৩২ বছর বয়সী এ যুবরাজ সৌদি আরবের সামাজিক পরিবর্তন, ইয়েমেন যুদ্ধ ও কাতারের সাথে চলমান কূটনৈতিক টানাপোড়েনসহ বৈদেশিক নীতি নিয়েও আলোচনা করবেন। রোববার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান সৌদি আরবের বর্তমান সরকারের বিভিন্ন নীতির কথা তুলে ধরেন। প্রিন্স সালমান সৌদি আরবে নারী অধিকার সংক্রান্ত অনেক পদক্ষেপ নিয়েছেন। এসব সংস্কারের মধ্যে রয়েছে নারীদের পোশাক পরিধানের বাধ্যবাধকতার কঠোর নিয়ম কিছুটা শিথিল করা, নারীদের আরো অধিকহারে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করা এবং সবচেয়ে বেশি উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া। তবে অভিভাবকত্ব আইন এখনও বহাল রয়েছে। এই আইনের আওতায় সৌদি আরবের নারীদের ঘরের বাইরে যে কোনো কাজের জন্য পুরুষ আত্মীয়ের অনুমোদন নিতে হয়। সৌদি যুবরাজ বলেন, ‘আমরা মানুষ এবং নারী-পুরুষের মাঝে কোনো পার্থক্য নেই।’

No comments

Powered by Blogger.