যানবাহন সংক্রান্ত সেবা দেবে ভ্রুম মেম্বারশিপ কার্ড

এখন থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে যানবাহন সংক্রান্ত সেবা পাওয়া যাবে। মোবাইল অ্যাপ (ভ্রুম অ্যাপ) এবং ২৪ ঘণ্টা কল সেন্টারের মাধ্যমে যানবাহন সংক্রান্ত সবধরনের সেবা দেবে ভ্রুম সার্ভিস। এ লক্ষ্যে ভ্রুম সার্ভিস ভ্রুম মেম্বারশিপ কার্ড চালু করেছে। ভ্রুমের মেম্বার কার্ড সুপারসপ স্বপ্ন’র আউটলেট থেকে নির্দিষ্ট মূল্যে সংগ্রহ করতে পারবে। যানবাহন মালিকদের জন্য এ ধরনের সেবা বাংলাদেশে প্রথম।
মঙ্গলবার এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভ্রুমের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহসান হাবিব, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার প্রমুখ। উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠানে ভ্রুম ইস্টার্ন ব্যাংক লিমিটেড, রবি এজিয়াটা বাংলাদেশ, রহিম আফরোজ, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, স্বপ্ন এবং কিকসা ডটকমের সঙ্গে পার্টনারশিপ চুক্তি করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভ্রুম কার্ডধারী মেম্বাররা অ্যাপস ও কল সেন্টারের মাধ্যমে নিকটস্থ সার্ভিস সেন্টার এবং তাদের সেবা তালিকা সম্পর্কে জানতে পারবে। জরুরি প্রয়োজনে যেমন, রাস্তার মাঝে গাড়ি নষ্ট হয়ে গেলে ভ্রুম সেবা টিম পেশাদার মেকানিক নিয়ে ঘটনাস্থলে হাজির হবে।

No comments

Powered by Blogger.