প্রবাসীদের ‘কামলা’ বলার প্রতিবাদে কাতারে সংবাদ সম্মেলন

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের ‘কামলা’ বলে অপমান করার প্রতিবাদে কাতারে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীরা। কাতারের শিল্প এলাকা সেহলিয়ার ১৭ নং সড়কের বাংলাদেশি মালিকানাধীন আল মাহান্নাদি গ্রুপ সম্প্রতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আল মাহান্নাদী গ্রুপের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ এনাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিমানবন্দরে প্রবাসীদের অপমান করার বিষয়টি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। এর মধ্যে অকারণে লাগেজ খোলা, বৈধ জিনিসকে অবৈধ বলে প্রবাসীদের নিকট থেকে টাকা আদায়, লাগেজ থেকে পছন্দের জিনিস ছিনিয়ে নেওয়ার ঘটনা অন্যতম। সংবাদ সম্মেলনে ‘কামলা’ বলা পুলিশ ও আনসারদের শাস্তির দাবি করা হয়। মোহাম্ম্দ নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় ও ডাক্তার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন প্রবাসী নেতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা, অধ্যাপক তপন মহাজন, মোহাম্মদ ফোরকান, মো. হারুন, মোস্তাফা কামাল, ফরিদুল আলম, অলিদ আহমেদ সেলিম, জিয়াউদ্দিন জিয়া, আব্দুল জলিল, ফজলুল কাদের চৌধুরী, জসীম উদ্দিন প্রমুখ।

No comments

Powered by Blogger.