সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আসির উদ্দিন গ্রেফতার

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আসির উদ্দিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপপরিচালক সামছুল আলম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে সাড়ে ৯টার দিকে সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে থেকে আসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চলতি বছরের মে মাসে আসির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। জানা গেছে, নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনকে কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর সরবরাহ কাজে অনিয়ম তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা (আইও) নিযুক্ত করা হয়। অভিযোগ আছে, তদন্তের দায়িত্ব পেয়ে আছির উদ্দিন জাল ও ভুয়া কাগজপত্র তৈরি করে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবি করে চিঠি দেন। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের জহুরা মার্কেটের সামনে ও ১৪ নম্বর সেক্টরের বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ রয়েছে।

No comments

Powered by Blogger.