জেএসসি-পিইসি পরীক্ষার ফল ৩০ বা ৩১ ডিসেম্বর

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩০ অথবা ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এই দুই দিনের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ৩০ ডিসেম্বরেই জেএসসি ও জেডিসির ফল প্রকাশের বেশি সম্ভাবনা রয়েছে। কয়েক বছর ধরে জেএসসি ও পিইসি দুই পরীক্ষার ফল একই দিনে প্রকাশিত হয়। সেই হিসাবে ৩০ ডিসেম্বর জেএসসির ফল প্রকাশ করা হলে ওই দিনই পিইসির ফলও প্রকাশিত হবে।

উল্লেখ্য, রেওয়াজ অনুযায়ী ফল প্রকাশের নির্ধারিত দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এর আগে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ফলাফলের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন।

No comments

Powered by Blogger.