কসবায় মদসহ ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মদসহ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে সীমান্ত রক্ষ্মী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে কসবা উপজেলার গোপীনাথপর ইউনিয়নের দৌলতপুর ও পাতাবাজার সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটকের পর রাতে মামলা দিয়ে কসবা থানা পুলিশের কাছে হস্তাহন্তর করা হয়। ধৃতদের মধ্যে কসবা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আজিমুর রেজা (২২) ও দ্বিন মোহাম্মদ স্বপন (২২) রয়েছেন। বাকি তিনজনের নামা জানা যায়নি। তারা উপজেলা ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিউদ্দিন জানান, সোমবার সীমান্ত এলাকা থেকে ছাত্রলীগ নেতা আজিমুর ও দ্বীন মোহাম্মদসহ পাঁচ নেতাকর্মীকে পাঁচ বোতল মদসহ গ্রেফতার করা হয়েছে বলে বিজিবির করা মামলায় উল্লেখ করা হয়েছে। রাতে আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তবে কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শুধুমাত্র স্বপন ও রেজা ছাত্রলীগ নেতা, বাকি তিনজন সাধারণ ছাত্র। সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে ভুল বুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

No comments

Powered by Blogger.