আমেরিকার ইতিহাসে সমস্ত ভুলের বড় ভুল ট্রাম্পের : পাকিস্তান

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ও বড় ভুল করেছেন। পাকিস্তান সিনেটের চেয়ারম্যান রাজা রব্বানি সন্ত্রাসবাদ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে রোববার একথা বলেছেন। রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি আরো বলেন, ট্রাম্পের ঘোষণার কারণে ফিলিস্তিনে নতুন ইন্তিফাদা শুরু হতে যাচ্ছে। এ সম্মেলনে ইরান, তুরস্ক, চীন, রাশিয়া ও আফগানিস্তানের জাতীয় সংসদের স্পিকাররা অংশ নিচ্ছেন। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পাকিস্তানকে যে হুঁশিয়ারি দিয়েছেন সে সম্পর্কে রাজা রব্বানি বলেন, পাকিস্তান একটি স্বাধীন-সার্বভৌম দেশ এবং আমেরিকাসহ কারো হুঁশিয়ারি বিবেচনায় নেয়ার অভ্যাস পাকিস্তানের নেই। সম্মেলনে যোগ দেন- পাক প্রেসিডেন্ট মামুনন হোসেইন, সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি, ইরানি স্পিকার আলী লারিজানি ও রুশ সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভি. ভলোদিন। পাক সিনেটের চেয়ারম্যান আরো বলেন, মুসলিম দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরকার পরিবর্তন ও আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির নীতি অনুসরণ করে আসছে আমেরিকা। তিনি বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা করার মার্কিন পদক্ষেপকে সমস্ত ভুলের বড় ভুল বলে মন্তব্য করেন।

No comments

Powered by Blogger.