কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

আফগানিস্তানের কাবুলে জাতীয় গোয়েন্দা দফতরের কাছে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হন। হামলার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে। খবর বিবিসির। সোমবার সকালে এক হামলাকারী পায়ে হেঁটে ভবনের প্রবেশ মুখে আত্মঘাতী হামলাটি চালায়।
আহতদের মধ্যে এক নারী আছেন, যিনি ঘটনার সময় সাইকেলে চড়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে জঙ্গিগোষ্ঠীটির মুখপত্র আমাক। এক সপ্তাহ আগে কাবুলে আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট ফর সিকিউরিটির একটি প্রশিক্ষণ কেন্দ্রে আরেকটি আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। তখন উল্লেখযোগ্য কোনো ক্ষতির আগেই হামলাকারীদের হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী। এর আগে অক্টোবর মাসে এক শিয়া মসজিদে হামলায় কমপক্ষে ৩৯ জন এবং মে মাসে একটি কূটনৈতিক কোয়ার্টারে এক বোমা হামলায় ১৫০ জন নিহত হন।

No comments

Powered by Blogger.