৬ মাস পর চোখ বাঁধা অবস্থায় ফিরল যুবক

লক্ষ্মীপুর থেকে অপহরণের ৬ মাস পর চোখ বাঁধা অবস্থায় রাকিবুল হাসান রকি নামে এক যুবককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। রোববার ভোর রাতে শহরের বাগবাড়ি এলাকায় একটি গাড়িতে করে এনে তাকে ফেলে রেখে যাওয়া হয়। পরে স্থানীয় এক রিকশাচালক তাকে বাড়িতে পৌঁছে দেন বলে জানান রকি। রাকিবুল হাসান রনি লক্ষ্মীপুর পৌর এলাকার সোনালী কলোনীর বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে। রাকিবুল বলেন, কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল তা তিনি জানেন না।
তাকে বেশিরভাগ সময় হাতকড়া পরিয়ে চোখ বেঁধে রাখা হত একটি ঘরে। শুধু খাওয়া বা টয়লেটে যাওয়ার সময় হাতকড়া খোলা হত। তাকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি এবং কেউ তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদও করেনি বলে জানান ওই যুবক। গত বছরের ৬ ডিসেম্বর শহরের পুরাতন আদালত রোড থেকে রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে তাকে সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। অপহরণের পরের দিন ৭ ডিসেম্বর তার বাবা তোফয়েল আহমেদ লক্ষ্মীপুর সদর থানায় জিডি করেন। রাকবুল হাসান রকি স্থানীয় একটি মোটরসাইকেল শো রুমের মার্কেটিং ম্যানেজার হিসাবে কাজ করতেন।

No comments

Powered by Blogger.