কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের নাটকে তৌকীর আহমেদ

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা একমাত্র নাটক ‘প্রিয়ন্তীর জন্য একটু ভালোবাসা’। বইয়ের পাতা থেকে এবার নাটকটি টিভি পর্দায় রূপ দিলেন অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত। চ্যানেল আইয়ের জন্য নাটকটি নির্মাণ করলেন তিনি। এতে অভিনয় করলেন তৌকীর আহমেদ। সামাজিক গল্পের এ নাটকে দেখা যাবে, বোনের বিয়েতে প্রিয়ন্তীর বোনের দেবর বাহারের সঙ্গে খুব একচোট হয়ে গিয়েছিল প্রিয়ন্তীর। পরবর্তীতে বাহার রাগারাগি মিটিয়ে, খুবই কাছে চলে আসে প্রিয়ন্তীর। যেদিন বাহার মনের কথাটি বলতে গেল সেদিনই জানতে পারে- অন্য কোথাও প্রিয়ন্তী অনেক আগেই মন দিয়ে বসে আছে। আর সে বড়ই অসম প্রেম। প্রিয়ন্তী যে মানুষটির সঙ্গে অসম প্রেমে জড়িয়ে আছে সেই মানুষটি আবু মুসা। কষ্ট বুকে নিয়ে দূরে সরে যায় বাহার। একসময় সবাই অসম প্রেমের ব্যাপারটি জেনে ফেলে। এরপর চরম বিপর্যয় নেমে আসে প্রিয়ন্তীর জীবনে। এতে আবু মুসা চরিত্রে তৌকীর আহমেদ, বাহার চরিত্রে এ্যালেন শুভ্র ও প্রিয়ন্তীর ভূমিকায় অভিনয় করেছেন শাহনাজ সুমী। এছাড়া আরও অভিনয় করেছেন সুষমা, আবুল হায়াত, শিরিন আলম, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

No comments

Powered by Blogger.