মস্কোর কাছে বন্দুকধারীর হামলা, নিহত ৫

মস্কোর দক্ষিণাঞ্চলে এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। পরে পুলিশের অভিযানে ওই হামলাকারীও নিহত হন। শনিবার এ ঘটনা ঘটে। আজ রোববার রুশ স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকোলৎসেভ একথা বলেন। শনিবার ওই বন্দুকধারী তার বাড়ি থেকে একটি রাইফেলের সাহায্যে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। তিনি মস্কোর রামেনস্কি জেলার ক্রাতোভো গ্রামের বাসিন্দা। পরে রুশ পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যদের অভিযানে হামলাকারী নিহত হন। রুশ ন্যাশনাল গার্ডের প্রায় ২শ’ যোদ্ধা ও রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা হামলাকারীকে নিরস্ত্র করার এই অভিযানে অংশ নেয়। কোলোকোলৎসেভের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, এই অভিযানে বিশেষ বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। লোকটির হামলার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।

No comments

Powered by Blogger.