ট্রেন লাইনচ্যুত, বিকল্প লাইনে রেল চলছে

গাজীপুরে একটি মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন ও ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প লাইন দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। বুধবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পূবাইল কলেজগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১০০ ফুটের মতো লাইন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর থেকে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ঢাকা এবং আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন। এ ঘটনায় কেউ আহত হবার খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সারোয়ার হোসেন জানান, ভোরে ফজরের নামাজের পর কলেজ গেইট এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে এসে দেখেন ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঢাকার কমলাপুর জংশনের রেল নিরাপত্তা বিভাগের এএসআই মো. ফরহাদ হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে ট্রেন লাইনচ্যুতির খবর পাওয়া যায়।
পরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কনটেইনার ট্রেনেটি কলেজগেট এলাকায় ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। প্রায় ১০০ ফুটের মতো লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঢাকা এবং আখাউরা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। ট্রেন লাইনচ্যুত অপর লাইন (ডাউন লাইন দিয়ে) ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। ওই রুটে চলাচলকারী কোনো ট্রেন কোথাও আটকা নেই। এতে কেউ আহত হননি। পূবাইল স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, ট্রেনটি ওভার স্পিড থাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে। পূবাইল স্টেশনের ১নং লুপলাইনে যেখানে ঘণ্টায় ১৬কিলোমিটার গতি থাকার কথা সেখানে ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ৫০কিলোমিটারের উপরে। চট্রগ্রামগামী ট্রেনগুলো ডাউনলাইনে নির্বিঘ্নেই চলাচল করছে তবে ঢাকাগামী ট্রেনগুলো একই লাইনে পাস করতে গিয়ে ৫-৭ মিনিট সময় লাগছে।

No comments

Powered by Blogger.