এরশাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নিজেকে রংপুর মেয়র প্রার্থী ঘোষণা ভাতিজার

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে আগামী নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তারই বড় ভাইয়ের ছেলে সাবেক এমপি হুসেন মকবুল শাহরিয়ার আসিফ। এরশাদের পৈত্রিক নিবাস মহানগরীর সেনপাড়ার স্কাইভিডিও লাঙ্গল ভবনে আজ বুধবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি যখন এ ঘোষণা দিচ্ছিলেন তখন এরশাদ রংপুর মেডিক্যাল কলেজের বোর্ড মিটিংয়ে ব্যস্ত ছিলেন। কিছুদিন আগে এরশাদ রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে এ পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন। আসিফ তার প্রার্থিতা ঘোষণার পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘দলের সুবিধাভোগী নেতা মশিউর রহমান রাঙ্গা আমাদের উপর পুলিশ দিয়ে লাঠিচার্জ, হয়রানি ও মামলা দিয়েছিলেন। আবারো রাঙ্গাকেই সাথে নিয়ে এরশাদ রংপুরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। শুধু তাই নয়, এরশাদ ঘোষিত নতুন মেয়র প্রার্থীর সখ্যতা রয়েছে রাঙ্গার সাথে। এতে দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠছেন। এরশাদ সাহেব জনগণের পালস বুঝতে পারছেন না। তাই দলীয় স্বার্থে আমি নিজেকে আগামী নির্বাচনে নিজেকে দলীয় পার্থী হিসেবে ঘোষণা করছি। এবং আমি আশা করছি নির্বাচনে আমি লাঙ্গন প্রতীক নিয়েই লড়তে পারবো। যদি এ প্রতীকটি নাও পাই তবুও জনস্বার্থে নির্বাচনী লড়াই চালিয়ে যাব।’

No comments

Powered by Blogger.