শাহজালালে ৪ কেজি সোনা জব্ধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ৬৬ গ্রামের ৪০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় অবতরণ করা আরব আমিরাতের এমিরেটস ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ওই সোনা উদ্ধার করা হয়। বুধবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাত ১২টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই হতে আগত ফ্লাইট ইকে ৫৮৪ ঢাকায় অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা বিভাগ বিমানটিতে তল্লাশি চালায়। একপর্যায়ে বিমানের ইকোনমি ক্লাসের (সিট নং- ৩৭জে) সিট কভারের ভেতর থেকে কালো টেপ মোড়ানো ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। ড. মইনুল খান বলেন, জব্দকৃত সোনার ওজন ৪ কেজি ৬৬ গ্রাম। যার বর্তমান বাজার দাম প্রায় ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

No comments

Powered by Blogger.