টেকনাফে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে পাহাড়ের মাটি ও গাছ চাপা পড়ে বাবা-মেয়ে নিহত হয়েছে। বুধবার ভোররাত তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- মোহাম্মদ সেলিম (৪০) ও তার মেয়ে টিপু মনি (৩)। হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, রাতে ভারী বর্ষণ ও বজ্রপাতে হঠাৎ করে একটি গাছসহ পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। এসময় মাটি ও গাছে চাপা পড়ে ঘরে ঘুমিয়ে থাকা বাবা মোহাম্মদ সেলিম ও তার মেয়ে টিপু মনি। পরে স্থানীয়রা বাবা-মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর শোনার পরপরই ঘটনাস্থাল পরিদর্শন করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, কয়েক দিন ধরে পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হলেও তারা শুনছে না। নিহত দু'জনের দাফন সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষে থেকে ৪০ হাজার টাকা অনুদান দেয়া হবে।

No comments

Powered by Blogger.