তিতুমীরে ছাত্রদলের ৬৬৯ সদস্যের অদ্ভুত কমিটি ঘোষণা

সরকারি তিতুমীর কলেজ শাখার বিশাল বহরের কমিটি অনুমোদন করেছে ছাত্রদল। নিয়মনীতির তোয়াক্কা না করে ৬৬৯ জনের কমিটিতে সম্পাদকীয় পদই পেয়েছেন ৬১৬ জন। সদস্য সংখ্যা মাত্র ৫৩। সদস্যের চেয়ে দ্বিগুণ বেশি নেতা পেয়েছেন সহসভাপতি পদ। কমিটি ঘোষণার পর অনেকেই হতবাক তিতুমীরে ছাত্রদলের এত নেতা! অনেকে প্রশ্ন তুলেছেন কলেজে মোট শিক্ষার্থীও বেশির ভাগই কী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। যোগাযোগ মাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী বিজ্ঞপ্তিতে বিশাল বহরের কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়। নতুন কমিটিতে তসলিম আহসান মাসুম সভাপতি, নূর আলম রাসেল সিনিয়র সহসভাপতি, আমিনুল হক হিমেল সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম রানা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় কমিটিতে যেখানে বর্তমানে সহসভাপতি পদে রয়েছেন ৩৫ জন, সেখানে একটি কলেজ শাখার সহসভাপতির সংখ্যা ৯৬ জন কি করে সম্ভব। আর সহসভাপতি পদকে ছাড়িয়ে গেছে যুগ্ম সম্পাদকের সংখ্যা। ১৪৪ জন ছাত্রদল নেতা যুগ্ম সম্পাদক পদ পেয়েছেন তিতুমীর কলেজে। পিছিয়ে নেই সহসাধারণ সম্পাদক পদের সংখ্যাও। কলেজটির ১৫২ জন শিক্ষার্থী এখন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। মাত্র ৩টি সংখ্যার জন্য শতক ছুঁতে পারেনি সহসাংগঠনিক সম্পাদক পদ।

No comments

Powered by Blogger.