ইরাকি প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি তার দেশের স্বেচ্ছাসেবী নিরাপত্তা গণ-বাহিনী ‘হাশদ আশ শা’বি’র প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়ে বলেছেন, যে হাত এই বাহিনীকে বিলুপ্ত করতে চায় তা কেটে ফেলা হবে। শনিবার ‘ইরাকি শহীদ দিবস’ পালনের অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। হায়দার আল এবাদি ইরাকের স্বেচ্ছাসেবী গণ-বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর অবমাননা ও তাদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের বাহিনীর অবমাননাকারীদের মোকাবেলা করা হবে। ইরাকের প্রধানমন্ত্রী আরো বলেছেন, ইরাকের গণ-বাহিনীগুলো আইএস-বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু কোনো কোনো মহল এইসব জনপ্রিয় গণবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অধিকার পদ-দলনের চেষ্টা করছে। ইরাক আর কখনও সাম্প্রদায়িকতার যুগে ফিরে যাবে না- এ কথা জোর দিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী হায়দার এবাদি বলেন, ‘হাশদ আশ শা’বি’ ইরাকের সব শ্রেণী ও গোত্রের প্রতিনিধি এবং এই বাহিনী ইরাকের নেতৃস্থানীয় আলেমদের ফতোয়ায় সাড়া দিয়ে গড়ে উঠেছে; কোনো রাজনৈতিক পদ বা লক্ষ্য অর্জনের চেষ্টা করছে না জনপ্রিয় এই বাহিনী। ইরাকি প্রধানমন্ত্রী বলেন, আইএসের অপরাধযজ্ঞকে ভোলানোর চেষ্টা ও তৎপরতা ব্যর্থ হবে এবং সন্ত্রাসী এই গোষ্ঠীর সদস্য সংখ্যা ব্যাপক মাত্রায় কমে গেছে। ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী ‘হাশদ আশ শা’বি’ গড়ে উঠেছে দেশটির শীর্ষস্থানীয় শিয়া আলেম আয়াতুল্লাহ সিস্তানির আহ্বানে সাড়া দিয়ে। দেশটির সব শ্রেণী ও মাজহাবের অনুসারীদের নিয়ে গঠিত হয়েছে এই বাহিনী। ২০১৪ সালের ১০ জুন আইএস মসুল দখল করলে আয়াতুল্লাহ সিস্তানি স্বেচ্ছাসেবী গণ-বাহিনী গঠনের ওই আহ্বান জানান। এই বাহিনী গঠনের পর ইরাকের সশস্ত্র বাহিনীর সামরিক শক্তি দ্বিগুণ বেড়ে যায় এবং ইরাকিরা কৌশলগত অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল আইএসের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়। সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.