আইএসের অভিনব আবিষ্কার ‘ল্যাপটপ বোমা’

ইসলামিক স্টেট ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী ইলেকট্রুনিক ডিভাইসে বিস্ফোরক লুকিয়ে রাখার অভিনব পদ্ধতি বের করেছে। এতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে তা শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এ দাবি করেছেন। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই’র বরাত দিয়ে সিএনএন এ খবর দিয়েছে। খবরে আরও বলা হয়েছে, নতুন পদ্ধতিতে তৈরি ল্যাপটপ বোমা বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত যন্ত্রপাতিকে ফাঁকি দিয়ে পাচারের বিষয়ে পরীক্ষা করছে সন্ত্রাসীরা। এতে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে বোমাসহ সন্ত্রাসীদের বিমানে ওঠার সুযোগ বেড়েছে বলেও খবরে উল্লেখ করা হয়।
দৃশ্যত এ কারণেই মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার আট দেশের ১০ বিমানবন্দর থেকে ল্যাপটপসহ বড় ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে বিমানে ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কয়েক মাস ধরে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে খবরে দাবি করা হয়। গত মাসের গোড়ার দিকে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস এ নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ল্যাপটপসহ বড় ইলেকট্রুনিক ডিভাইস নিয়ে উড়োজাহাজের কেবিনে ওঠার ওপর নিষেধাজ্ঞা বলবত করা হয়।

No comments

Powered by Blogger.