ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চায় ইরান

ভারত, পাকিস্তানের মধ্যে কাশ্মির ইস্যুতে মধ্যস্থতা করতে চায় ইরান । পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহদি হোনারদুস্ত বলেছেন, দুটি দেশের (ভারত-পাকিস্তান) মধ্যে যেকোনো বিবাদ-সংঘাত, উত্তেজনায় শুধু তাদের বিকাশ ও উন্নয়নই মার খাবে না, পাশের দেশগুলোর অর্থনীতিরও ক্ষতি হবে। অনুরোধ পেলে তারা দীর্ঘদিনের অমীমাংসিত কাশ্মির প্রশ্নে পাকিস্তান ও ভারতের মধ্যে সালিশি করতে আগ্রহী বলে হোনারদুস্তকে উদ্ধৃত করে জানিয়েছে পাকিস্তানি সংবাদপত্র দি এক্সপ্রেস ট্রিবিউন। উপমহাদেশে শান্তি, স্থিতিশীলতা বহাল রাখতে ইরান সহায়তার প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছে সংবাদপত্রটি। পাকিস্তান-ইরান বাণিজ্যিক সম্পর্কে তিনি বলেন, দুপক্ষের মধ্যে একটি অবাধ বাণিজ্য চুক্তি হয়েছে। শিগগিরই তার বাস্তবায়ন শুরু হবে, যাতে উভয় দিকেই লেনদেন বাড়বে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর গোটা এলাকাকে আমূল বদলে দেবে তো বটেই, এতে সামিল দেশগুলিকে বেঁধে রাখতেও বড় ভূমিকা পালন করবে। ইরান সৌদি আরবের নেতৃত্বাধীন ইসলামিক কোয়ালিশনে ঢুকতে চায় কিনা, প্রশ্ন করা হলে তিনি জানান, ইরান গভীরভাবে বিশ্বাস করে, মুসলিম দুনিয়ার সামনে ওঠা সমস্যাগুলো নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হবে। ইতিমধ্যেই সেই জোটে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে ইরান।

No comments

Powered by Blogger.