ব্যাগে ব্রেস্ট পাম্প, ভারতীয় নারীকে নগ্ন করে তল্লাশি

জার্মানির ফ্রাঙ্কফ্রুট বিমানবন্দরে এক ভারতীয় নারী হেনস্থার শিকার হয়েছেন। সঙ্গে শিশু সন্তান না থাকার পরও ব্যাগে ব্রেস্ট পাম্প থাকায় শ্রুতি বসাপ্পা (৩০) নামের ওই নারীকে নগ্ন করে তল্লাশি করে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। খবর এনডিটিভি, আনন্দবাজারের। জবাবে নিরাপত্তারক্ষীরা সন্তুষ্ট হতে না পেরে শ্রুতিকে আলাদা ঘরে নিয়ে টানা ৪৫ মিনিট জেরা করা হয়। এ সময় সত্যিই ব্রেস্ট পাম্প কাজে লাগে কি না জানতে তার জামা খুলে ল্যাকটেশন পরীক্ষা করেন এক মহিলা অফিসার। গত ২৯ মার্চের এ ঘটনায় অপমানিত হয়ে শ্রুতি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় বংশোদ্ভূত শ্রুতি সিঙ্গাপুরে থাকেন। তার তিন বছরের এবং সাত মাসের দুটি শিশু রয়েছে। ঘটনার দিন তিনি একাই প্যারিস যাচ্ছিলেন। দুই শিশু সিঙ্গাপুরে পরিবারের কাছে থেকে গিয়েছিল। পরে বিষয়টি নিয়ে শ্রুতি জানান, ফ্রাঙ্কফ্রুট বিমানবন্দরে তার প্রায় সমস্ত চেকিং হয়ে গিয়েছিল। সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু ব্যাগ এক্স-রে মেশিনের মধ্যে দিয়ে যাওয়ার পরই তার প্রতি ব্যবহার বদলে যায় নিরাপত্তারক্ষীদের। শ্রুতির ভাষ্যে, এক্স-রে মেশিনেই ধরা পড়ে যে অন্যান্য মালপত্রের সঙ্গে ব্যাগে একটি ব্রেস্ট পাম্পও রয়েছে। প্রথমে নিরাপত্তারক্ষীরা জানতে চান ব্রেস্ট পাম্প কিসের জন্য তিনি রেখেছেন।
শিশুদের কথা জানিয়ে শ্রুতি বলেন, তার এখন ব্রেস্ট পাম্পের প্রয়োজন রয়েছে। তাই তিনি সেটা সঙ্গে করে নিয়ে এসেছেন। এতে সন্দেহ দূর না হওয়ায় নিরাপত্তারক্ষীরা তাকে আলাদা একটি ঘরে নিয়ে গিয়ে জেরা করতে শুরু করেন। শ্রুতির অভিযোগ, তার যে সত্যিই ব্রেস্ট পাম্পের প্রয়োজন আছে, তা জানতে জেরা চলাকালীন এক মহিলা অফিসার তাকে জামা খুলে দেখাতে বলেন। তাতে রাজি না হলে জোর করে তার জামা খুলে সেই অফিসার নিজেই তার শরীরে হাত দিয়ে পরীক্ষা করতে শুরু করেন। এভাবে ৪৫ মিনিট ধরে দমবন্ধ করা পরিস্থিতি কাটান তিনি। পরে তাকে ছেড়ে দেয়া হলে বেরিয়ে এসে পুলিশে অভিযোগ করেন শ্রুতি। তবে এ বিষয়ে জার্মান ফেডারেল পুলিশ কোনো মন্তব্য করতে রাহি হয়নি। জার্মান ফেডারেল পুলিশের মুখপাত্র ক্রিশ্চিয়ান অলটেনহফেন জানান, তদন্তের স্বার্থেই এটা গোপন রাখা হচ্ছে। গত জানুয়ারিতেই এই বিমানবন্দরে তল্লাশির নামে এক ভারতীয় নারীকে হেনস্থা করা হয়েছিল। ব্যাগে ব্রেস্ট পাম্প অথচ সঙ্গে শিশু নেই- কর্তৃপক্ষের সন্দেহ মেটাতে সেবারও ব্লাউজ খুলে 'পরীক্ষা' দিতে হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের বাসিন্দা গায়ত্রী বসুকে (৩৩)।

No comments

Powered by Blogger.