রাশিয়ার কাছ থেকে ‘সুখোই’ সুপারজেট কিনছে ইরান

রাশিয়ার কাছ থেকে ১২টি সুখোই সুপারজেট বিমান কিনবে ইরান। এরইমধ্যে এ সংক্রান্ত চুক্তি ‘চূড়ান্ত’ হয়ে গেছে বলে জানিয়েছেন রুশ জ্বালানীমন্ত্রী আলেক্সান্ডার নোভাক। তিনি বলেছেন, গত ১৮ মাস ধরে ১০০ আসনবিশিষ্ট এই বিমান বিক্রির জন্য মস্কোর সাথে তেহরানের আলোচনা হয়েছে। আপাতত ১২টি বিমান কেনার জন্য ইরান চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান নোভাক। রুশ মন্ত্রী বলেন, শিগগিরই ইরানের কাছে আরো ১৮টি বিমান বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে। এ ছাড়া, ইরান মোট ১০০টি সুখোই বিমান কিনতে আগ্রহী বলেও তিনি জানান।
রাশিয়ার গণমাধ্যম গত ডিসেম্বরে খবর দিয়েছিল, দেশটির বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান ‘সুখোই’ ইরানের কাছে ১০০ আসনবিশিষ্ট যাত্রীবাহী বিমান বিক্রি করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। এর আগে ইরানের বেসরকারি ‘আসেমান’ এয়ারলাইন্সের প্রধান হোসেইন আলায়ি বলেছিলেন, তার সংস্থার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে রাশিয়ার সুখোইসহ আরো কিছু আন্তর্জাতিক বিমান নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। তিনি আরো জানান, তার এয়ারলাইন্সের আমন্ত্রণে সুখোই কোম্পানির একটি যাত্রীবাহী বিমান ২০১৬ সালে ইরান ভ্রমণে এসেছিল। সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.