সিরিয়ায় অস্ত্র গুদামে ইসরাইলি হামলা

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটেছে। ‌ইসরাইলি বিমান হামলায় এই বিস্ফোরণ ঘটেছে বলে সিরিয়ার একটি সূত্র আলজাজিরাকে জানিয়েছে। ওই গুদামটি ছিল বাশার আল আসাদ সমর্থক লেবাননের হিজবুল্লাহ গ্রুপের নিয়ন্ত্রণে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে দামেস্ক নগরী থেকে ২৫ কিলোমিটার দূরে এই গুদামে হামলা পাঁচবার বিমান হামলা চালানো হয়। তবে সিরিয়া সরকার এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি। বলা হয়ে থাকে, লেবাননের হিজবুল্লাহ সংগঠনের তদারকিতে থাকা ওই অস্ত্র ভান্ডারটিতে অস্ত্রের জোগান দিত ইরান। রাশিয়া ও আসাদ বাহিনীর পক্ষেই সিরিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছে তেহরান। রয়েছে লেবাননে শিয়া সংগঠন হিজবুল্লাও। আসাদবাহিনীর হয়ে যুদ্ধে নেমেছে তাদের হাজার হাজার সেনা। তাই তেহরান থেকে কার্গো বিমানে করে ওই অস্ত্র ভান্ডারে নিয়মিত অস্ত্রশস্ত্র এসে পৌঁছত।  বিমান হানার জন্য লেবাননের সংবাদমাধ্যম ইসরাইলকে দুষলেও,
বরাবরের মতো কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী। তবে সে দেশের গোয়েন্দা দপ্তরবিষয়ক মন্ত্রী ইসরেল কাৎজ একটি সাক্ষাৎকারে বলেছেন, হিজবুল্লার হাতে যাতে কোনোরকম বিধ্বংসী অস্ত্র না পৌঁছয় সেজন্যই এই হামলা হয়েছে। বৃহস্পতিবারের হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হলেও, প্রাণহানি হয়নি বলে জানিয়েছে লেবাননের আল–মানার টিভি চ্যানেল। সিরিয়ায় ব্রিটেনের মানবাধিকার সংক্রান্ত নজরদারি সংস্থার মুখ্য কর্মকর্তা রামি আব্দেল রহমান বলেছেন, ‘‌দামেস্কসের ২৫ কিলোমিটার দক্ষিণে বিমানবন্দরটি অবস্থিত। কিন্তু বিস্ফোরণের তীব্রতা পৌঁছেছে রাজধানীর অভ্যন্তরেও। তীব্র শব্দে সাত সকালে ঘুম ভেঙেছে সেখানকার বাসিন্দাদের।’‌ ২০১১ সালে থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। সেনা ও বিদ্রোহীদের যুদ্ধে এখন পর্যন্ত তাতে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

No comments

Powered by Blogger.