কাশ্মীর কি ভারতের হাতছাড়া হতে চলেছে?

ভারতের সবচেয়ে অশান্ত এলাকা কাশ্মীরে আবারও এসেছে গ্রীষ্মকাল। ভাষ্যকাররা যাকে দেখছেন সহিংসতার আরেকটি গ্রীষ্মকাল হিসেবে। আর একই সঙ্গে আবার ফিরে এসেছে সেই প্রশ্নটি, কাশ্মীর কি ভারতের হাতছাড়া হতে চলেছে? আর এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিবিসি নিউজ অনলাইনের ভারত সংবাদদাতা সৌতিক বিশ্বাস। মুসলমান-অধ্যুষিত কাশ্মীর উপত্যকায় গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী গ্রীষ্ম ছিল গতবারেরটি। জুলাইয়ে ভারতীয় বাহিনীর হাতে প্রভাবশালী সশস্ত্র নেতা বুরহান ওয়ানী খুন হওয়ার পর সেখানে ৪ মাস ধরে যে অচলাবস্থা চলেছে, তখন সংঘাতে ১০০ জনেরও বেশি বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। চলতি গ্রীষ্মকালটিও খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না। এই মাসে শ্রীনগরে সংসদীয় যে নির্বাচন হয়েছে, তাতে সহিংসতা হয়েছে আর ভোট পড়েছে রেকর্ড পরিমাণ কম, মাত্র সাত ভাগ। এমন কিছু ভিডিও বেরিয়েছে যাতে দেখা গেছে ভারতীয় সেনাবাহিনী এবং কোনো কোনো ক্ষেত্রে ভারতীয় শাসনেরবিরোধী তরুণদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন অনেকেÑ ফলে আগুনে আরও ঘি পড়েছে। বিক্ষোভ আরও ছড়িয়েছে, ছাত্ররা রাস্তায় মেমে এসেছে। আর খুব বিরল একটা দৃশ্যও চোখে পড়ছেÑ স্কুলের মেয়েরা পাথর ছুড়ছে,
আর তা আঘাত করছে পুলিশের গাড়িকে। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ এ বলে সতর্ক করে দিয়েছেন যে ভারত কাশ্মীর হারাচ্ছে।  ভারতের দাবি, কাশ্মীর অঞ্চলে এখন তাদের ৫ লাখ সৈন্য রয়েছে, ফলে এলাকাটি তাদের হাতছাড়া হবে না। কিন্তু বিশ্লেষক শেখর গুপ্ত বলছেন যে কাশ্মীর ভূখণ্ডগত ভাবে নিরাপদ, কিন্তু আমরা একে অনুভূতিগত আর মানসিকভাবে হারিয়ে ফেলছি। তিনি বলেন, শ্রীনগরের নির্বাচনে মাত্র ৭ শতাংশ ভোটারের উপস্থিতি এটাই প্রমাণ করে যে কাশ্মীরের ভূখণ্ডের ওপর আপনার কঠোর নিয়ন্ত্রণ থাকলেও আপনি এর মানুষদের হারাচ্ছেন। একটি হল, আরও বেশি বেপরোয়া ও বিচ্ছিন্ন একটি তরুণ প্রজš§ এখন কাশ্মীরে ভারতবিরোধী প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছে। উপত্যকার ৬০ শতাংশেরও বেশি পুরুষের বয়স ৩০-এর নিচে। এদের বেশিরভাগই বিক্ষুব্ধ ও বিভ্রান্ত। আয়জাজ-বাডগামের ১৯ বছরের তরুণ। তিনি বলছেন যে ভারতীয় নিপীড়নের মুখে তাদের প্রজš§ সব আশা হারিয়েছে, আর তিনি ও তার বন্ধুরা মৃত্যুকে আর ভয় করেন না।

No comments

Powered by Blogger.