পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো আমেরিকা

মার্কিন বিমান বাহিনী পরমাণু বোমা বহনে সক্ষম একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষা নিয়ে যখন উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা তুঙ্গে তখন পরীক্ষা চালানো হলো। এতে চলমান উত্তেজনা আরেক দফা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মিনিটম্যান-৩ নামের ক্ষেপণাস্ত্র ভ্যাডেনবার্গ বিমান ঘাঁটি থেকে ছোঁড়া হয়। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ১৩০ উত্তর-পশ্চিমে এ ঘাঁটি অবস্থিত। ক্ষেপণাস্ত্রটি মার্শাল দ্বীপপুঞ্জের ওয়াজালেইন অ্যাটোলের একটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
মার্কিন বিমান বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা, প্রস্তুতি এবং নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা যাচাইয়ে এ পরীক্ষা চালানো হয়। পরমাণু সক্ষমতা যাচাইয়ের জন্য নিয়মিত এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে হয়। এদিকে, যুক্তরাষ্ট্রের এ পরীক্ষার সময় নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠেছে। পিয়ংইয়ংয়ের সাথে যখন টানাপড়েন চলছে তখন এ রকম পরীক্ষাকে ওয়াশিংটনের দ্বিমুখী নীতি হিসেবে অভিহিত করা হচ্ছে। বলা হচ্ছে, একদিকে ওয়াশিংটন নিজের পরীক্ষাকে ন্যায়সঙ্গত এবং উত্তর কোরিয়ার পরীক্ষাকে হুমকি প্রমাণ করতে চাইছে। সূত্র : ওয়েবসাইট

No comments

Powered by Blogger.