টাকার জন্য রোগী আটকে রাখা যাবে না : ভারতীয় হাইকোর্ট

হাসপাতালের বিল পুরোপুরি না মেটানো পর্যন্ত রোগীদের প্রায় আটক করে রাখার যে প্রবণতা এখন দেখা যাচ্ছে তার তীব্র নিন্দা করে ভারতের দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে, বকেয়া বিলের কারণে কোনো রোগীকে আটক করে রাখা যাবে না। বুধবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার সময় এই নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি বিপীন সাঙ্ঘি এবং দীপা শর্মার একটি বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিল মেটানো হোক বা না হোক রোগী সুস্থ হয়ে গেলে অথবা অসুস্থ রোগীকে তার পরিবারের লোক অন্যত্র নিয়ে যেতে চাইলে তাকে জোর করে আটকে রাখা যাবে না। রোগী আটকে বকেয়া বিল আদায় করার ‘মোডাস অপারেন্ডি’ কখনোই সমর্থনযোগ্য নয়। মধ্য দিল্লির গঙ্গা রাম হাসপাতালকে হাইকোর্ট জানিয়ে দিয়েছে, তাদের এই ব্যবহার আদালত মেনে নেবে না।
যে রোগীকে কেন্দ্র করে অভিযোগ উঠেছিল তাকে অবিলম্বে রিলিজ করার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালকে। দিল্লির রাজ্য সরকারের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল রাহুল মেহরাও হাসপাতালগুলোর এই ব্যবহারের কথা স্বীকার করে নিয়েছেন। যাকে কেন্দ্র করে আদালতের এই রায় তিনি মধ্যপ্রদেশ পুলিশের প্রাক্তন কর্মী। এন্টারোকিউটেনিয়াস ফিসচুলার সমস্যা তিনি ভর্তি হয়েছিলেন। তার ছেলের অভিযোগ অন্যায্য টাকার দাবিতে তার বাবাকে আটক করে রাখে হাসপাতাল। তাদের কাছে ১৩.৪৫ লাখ টাকার দাবি করা হয় কিন্তু চিকিৎসার বেলায় হাসপাতালের চরম গাফিলতি দেখা যায়। পরে পুলিশে নালিশ করার পরে ২১ এপ্রিল অস্ত্রোপচার করা হয় রোগীর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

No comments

Powered by Blogger.