ইয়েমেনে প্রতি ১০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু

জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, ‘খাবার ও জরুরি সাহায্যের অভাবে ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একজন করে ৫ বছরের কমবয়সী শিশু মারা যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় জরুরিভিত্তিতে মানবিক সহায়তা না পাঠালে কিছু দিনের মধ্যেই দুর্ভিক্ষের কবলে পড়বে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ১ কোটি ৭০ লাখ মানুষ।’ মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ইয়েমেনের জন্য কল্যাণ তহবিল সংগ্রহ সংক্রান্ত এক অনুষ্ঠানে এ কথা জানান গুতেরেস। খবর দ্য গার্ডিয়ানের। তহবিল সংগ্রহের সম্মেলনে দাতা দেশগুলো ১১০ কোটি ডলার সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অর্ধেক বলে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে। এ দিয়ে বিশাল এই জনগোষ্ঠীর খাদ্য সমস্যা মেটানো সম্ভব নয়।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘ইয়েমেনের পরিস্থিতি বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। এ কঠিন অবস্থা থেকে বের হতে ১১০ কোটি মার্কিন ডলার দরকারের তুলনায় অর্ধেক।’ তিনি আরও বলেন, দেশটিতে প্রতি ১০ মিনিটে ৫ বছরের কমবয়সী একজন শিশুর মৃত্যু হচ্ছে। অর্থাৎ এখানে যখন সম্মেলন চলছে তখন ইয়েমেনে ৫০ জন শিশু মারা গেছে, যা আটকানো সম্ভব। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে।

No comments

Powered by Blogger.